কোভিড ১৯ লাশ দাফন টিমের ৪৩ তম দাফন কার্য সম্পন্ন



ফাহিম ইকবাল চৌধুরীঃ কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিম আজ ৪ আগষ্ট, বুধবার ৪১-৪২-ও ৪৩ তম দাফন কার্য সম্পন্ন করে। 

১ম দাফনঃ কুলাউড়া উপজেলা ৬নং কাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসিমপুর গ্রামের মোঃহাসন মিয়ার স্ত্রী মোছাঃশিউলি বেগম (৫৫) কোভিড-১৯ (করোনা ভাইরাসের) উপসর্গ নিয়ে আজ সকাল ৯-৩০মিনিটের সময় মৌলভী বাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন।উনার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে কুলাউড়া কোভিড-১৯লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা মহিলা সদস্য সহ মরহুমার বাড়িতে উপস্থিত হয়ে দাফনের প্রাথমিক কার্যক্রম শেষ করে বাদ জোহর জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন।

২য় দাফনঃ কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের পরিনগর গ্রামের অবসর প্রাপ্ত রেলওয়ে কমর্কর্তা মোঃ আব্দুস সবুর (৬১) কোভিড ১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে আজ সকাল ১০-৪০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। উনার মৃত্যুর পর পরিবারের লোকজন কোভিড-১৯লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে বাদ আসর জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন।

৩য় দাফনঃ কুলাউড়া উপজেলা ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিংহনাথ গ্রামের মোঃআব্দুল মন্নান (৬০) কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে আজ বিকাল ৩-৪৫মিনিটের সময় সিলেট রাকিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। উনার মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এর মাধ্যমে কোভিড-১৯লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে বাদ মাগরিব জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন।

এনিয়ে মোট ৪৩ টি দাফন সম্পন্ন।

এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন। মৌলভীবাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরচে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।

বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়।কোভিড-১৯ আক্রান্ত রোগিদের সেবা প্রদান করা হয়।

প্রয়োজনে যোগাযোগঃ 

  • ০১৭১১-৩৬৬১৩৩
  • ০১৭৮২-১৫২৪৭০

Post a Comment

Previous Post Next Post