মনু নদীতে অবৈধ ভাবে বালু তুলার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজলোর মনু নদীর ঘড়ুয়া মৌজার শ্রীরাই নগর এলাকায় অবধৈ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচিালনা করা হয়। রোজ রোববার (৮ আগষ্ট) বিকাল ৬ঘটিকায় জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার এর নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ্যভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে প্রচলিত আইন অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনরে দায়ে উক্ত আইনরে ১৫ (১) ধারা মোতাবেক ২লক্ষ (দুই লক্ষ টাকা) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বর্ণিত অর্থ তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। 

সদর উপজেলার এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ জরিমানা করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে আগামীতেও।

Post a Comment

Previous Post Next Post