নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে ১নং মির্জাপুর ইউপির ছাত্রাবট সাকিনস্থ রায়হান মৌলভীর বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন কে আটক করা হয়েছে ।
৩০ এপ্রিল শুত্রুবার মৌলভীবাজার জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে মাদক উদ্ধার ও চোরাচালান আটক অভিযান পরিচালনা করা হয়।
মোঃ এমরান মিয়া (৩৭), পিতা- ইসমাইল মিয়া স্থায়ী : গ্রাম- কাগাবলা (মাঝপাড়া) থানা- মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, ২। রায়েল মিয়া (২২), পিতা- মৃত কমরেছ মিয়া স্থায়ী : গ্রাম- আগিউন, থানা- মৌলভীবাজার সদর। আটক পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।