নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যেই এবার দেশের জেলাগুলোতে গণপরিবহন চলাচলে অনুমতি দিল সরকার। স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ৬ মে থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মে’র পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। আগের মতো বন্ধ থাকবে লঞ্চ এবং ট্রেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘জেলা শহরগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কম, বাসও কম চলে। কিছু কোম্পানির বাস সিটিতে চলে না। আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি, অন্তত ঈদের আগে দূরপাল্লার গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হোক।’ তা না হলে গত বছরের মতো এবারও বড় অংকের লোকসান গুনতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।