নিউজ ডেস্কঃ কুলাউড়ায় চুরি হওয়া ৯টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ মে) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। আটককৃতরা হল- জাহিদুল ইসলাম দিপু (৩৫) ও আজাদ মিয়া (২৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল কুলাউড়া পৌরসভার উছলাপাড়াস্থ খানম প্লাজার ৩য় তলায় অবস্থিত একটি প্রাইভেট কোম্পানি থেকে ১২টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে থানায় একটি চুরির মামলা দায়ের করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে বৃহস্পতিবার (৬ মে) রাতে পৌরসভার জয়পাশা এলাকা থেকে দুই চোরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই হওয়া ১২টি মোবাইলের মধ্যে ৯টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জিবান।
আটককৃত দুই আসামিকে শুক্রবার দুপুরে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি বিনয় ভূষণ রায়।