নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় গত বুধবার কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এসআই মো. মহসিন তালুকদার ও এএসআই মো. আবু আহমেদ সুজনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স কুলাউড়া থানাধীন রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছ মিয়া ও চকেরগাঁও নিবাসী পারভেজ মিয়াসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে পুলিশ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আসামিদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয় ও উক্ত মামলার আসামিদ্বয়কে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।