মৌলভীবাজারে পেট জোড়া লাগা অবস্থায় জমজ শিশুর জন্ম



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে পেটের জোড়া লাগা জন্মগত ত্রুটি নিয়ে জমজ শিশুর জন্ম হয়েছে। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা রয়েছে। তারা দু’জনই কন্যা সন্তান। জন্মের পর থেকে শিশু দুটি স্বাভাবিক রয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা ও এনেসথেসিষ্ট ডাক্তার বি এস এম এরশাদ ১ ঘন্টা চেষ্টার ফলে সিজারের মাধ্যমে বাচ্চা দুটির জন্ম হয়।

জোড়া লাগা জমজ শিশুর বাবা জুয়েল মিয়া জানান, বুধবার রাত ১০ টায় সন্তান জন্ম হয়। তিনি ফুটপাতে পান দোকান বসিয়ে ব্যবসা করেন। মা তাকলিমা বেগম গৃহীনি। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামে। পরিবারে তার এক বোন ও ৫ বছরের আরেকটি মেয়ে সন্তান রয়েছে।

জান্নাত প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ শামীম আলম বলেন, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটিকে ‘ক্রেনিয় পেগাজ’ বলে। জমজ শিশুরা সুস্থ রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বাচ্চা দুটির হাড এবং পাকস্থলি আলাদা কি না। এগুলো আলাদা হলে অস্ত্রোপাচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব জাতীয় শিশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞদের সহযোগীতা নিলে বাচ্চাদের জন্য ভালো হবে।

Post a Comment

Previous Post Next Post