কুলাউড়ায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের শুরুর দিনে খাদ্য বিভাগের তত্বাবধানে বুধবার (৫ মে) উপজেলার কৃষক হারুন আহমদের কাছ থেকে ৩ টন ধান ক্রয় করা হয়।

পৌর শহরে উত্তরবাজারস্থ সরকারি খাদ্য গুদামে এ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান প্রমুখ।

বিনয় কুমার দেব জানান, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকের মধ্যে ৪ মে পর্যন্ত ৪৪২ জন কৃষি অ্যাপে নিবন্ধন করেছিলেন। অনলাইন লটারির মাধ্যমে সেখান থেকে ৩০১ জনকে প্রথম ধাপে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্ধারিত করা হয়। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারী নির্ধারিত মূল্যে কেজি প্রতি ২৭ টাকা মূল্যে সরকারী খাদ্য গুদামে ৯৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

Post a Comment

Previous Post Next Post