কুলাউড়ায় কিডনি রোগে আক্রান্ত অসুস্থ তালহা বিন-শামসের পাশে এনসি স্কুল ৯০ ব্যাচ



এইচ ডি রুবেল: কুলাউড়ায়  ব্যাংকার ও ব্যাচে ৯০ এর প্রাক্তন ছাত্র এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুল এর  ছেলে কিডনি ডিজিজ(CKD) রোগে আক্রান্ত অসুস্থ তালহা বিন-শামসের পাশে দাঁড়ালো এন সি স্কুল ৯০ ব্যাচে। 

১১ ই এপ্রিল শনিবার কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ স্যার অসুস্থ তালহা বিন শামসের হাতে ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক তুলে দেন।

তালহা বিন-শামস বয়স ১১ বছর কুলাউড়া সাউথইস্ট ব্যাংকে কর্মরত এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুল এর ছেলে, তালহা ২০১৮ সাল থেকে ক্রনিক কিডনি ডিজিজ(CKD) তে ভুগছে। প্রথমে তাকে চেন্নাই এর এপোলো হসপিটালে দেখানো হয়েছে, তারপর নারায়নী হাসপাতাল, তারপর দিল্লির এইমস(AIMS) হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন সে ঢাকা কিডনি হাসপাতালে চেয়ারম্যান প্রফেসর হারুন-উর-রশিদ এর অধিনে চিকিৎসাধীন আছে। কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে করা হলে ২৫ থেকে ৩০ লক্ষ আর ইন্ডিয়াতে করা হলে ৫০ লক্ষের কাছাকাছি খরচ হবে বলে জানান তালহা বিন-শামসের বাবা শামসুল ইসলাম তফাদার বাবুল। 

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ বলেন এটি একটি মহৎ উদ্যোগ এছাড়াও প্রচার বিমুখ মানবতাবাদী কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্ররা তাদেরই বন্ধুর ১১ বছরের ছেলের পাশে নগদ অর্থ  নিয়ে দাড়িয়েছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় প্রাক্তন ছাত্র মোশারফ হোসেন শামিম বলেন, দেশ বিদেশে থাকা ৯০ ব্যাচের বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তা দিতে পেরেছি, যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই বিষেশ করে ইংল্যান্ড থেকে আ.ন.ম জুবায়ের আহমেদ, আলী আমজদ, নাঞ্জু, আমেরিকা এজাজ, আইনুল, ইমরুল দেশে আবু জাফর রাজু, সেলিম, ইউনুস হাসান স্বপন, শামসুদ্দোহা শুভন, রউফুর রাজা, কয়েস খান সেলিম, রুহুল আমিন, গোলাম মোস্তফা পাবেল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post