নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মাজদিহি চা বাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার ২১ এপ্রিল সকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবিরসহ শ্রীমঙ্গল থানা পুলিশ এবং পুলিশ ইনভেস্টিগেসন ব্যুরো (পিবিআই)। অজ্ঞাত ঐ নারীর কোন নাম পরিচয় পাওয়া যায়নি তবে আনুমানিক ২২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার অফিসার (তদন্ত) হুমায়ুন কবির জানান, মাজদিহি বাগানে যুবতী নারীর লাশ পড়ে আছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় পিবিআই টিমও আমাদের সাথে ছিলেন। আমরা অজ্ঞাত যুবতী নারীর মৃত দেহ সনাক্ত করার জন্য এলাকাবাসীর সাহায্য নেই কিন্তু মৃত নারীকে সনাক্ত করতে পারেনি এলাকাবাসী।পরে সুরতহাল প্রতিবেদন রেখে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করি। অজ্ঞাত যুবতী নারীর মৃত্যুর জন্য শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।