নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ইটবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ থেকে বাচতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকয় এ দুর্ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মিশন এলাকায় ইটবোঝাই করে একটি ট্রাক যাচ্ছিলো। এমন সময় অন্যদিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ থেকে বাচতে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালক ও দুই শ্রমিক আহত হোন। তাঁদের অবস্থা গুরতর না হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গাড়ি দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।