কুলাউড়ায় অসহায় পরিবারকে ঢেউ‌টিন প্রদান

 


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের‌ কুলাউড়ায় অসহায় এক পরিবারকে এক বান্ডেল ঢেউ‌টিন প্রদান করা হয়েছে স্থানীয় একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে। সোমবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে স্থানীয় শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়া সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের অসহায় বাসিন্দা কাকলী রানীকে এ ঢেউটিন তুলে দেওয়া হয়।

এসময় ফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা সাংবা‌দিক মোক্তা‌দির হো‌সেন ও সদস্য হা‌সিনা আক্তার ড‌লি উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন অর্থায়নে এই ঢেউটিনপ্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post