ভারতে অবৈধ অনুপ্রবেশে আটক চার জনই মৌলভীবাজারের কাগাবলায় বাড়ি



নিউজ ডেস্কঃ কাজের সন্ধানে করোনা সংক্রমণকালে সীমান্ত অতিক্রম করে গত ১৭ এপ্রিল শনিবার ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল ৪ বাংলাদেশী যুবক। আটক ৪ বাংলাদেশীর বাড়ি মৌলভীবাজার সদর থানার কাগাবলা ইউনিয়নে। মঙ্গলবার ২০ এপ্রিল দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা টিভি সূত্রে এ তথ্য জানা যায়।

ত্রিপুরা টিভির কৈলাশহর প্রতিনিধি দেবাশীষ দত্ত জানান, মঙ্গলবার সকালে কৈলাশহর থানা থেকে জানা গেছে আটক ৪ জনর বাড়ি মৌলভীবাজারের সদর থানার কাগাবলা ইউনিয়নে। তারা হলেন, আব্রুছ আলীর ছেলে সাহান আলী (২৮), জমাত মিয়ার ছেলে রাজন মিয়া (২৫), মৃত আব্দুল মতলিবের ছেলে নান্টু মিয়া (২৮) ও মৃত আব্রুছ আলীর ছেলে আহমেদ আলী (৩৩)। চার বাংলাদেশীকে এখন কৈলাশহর কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভারতীয় সাংবাদিক দেবাশীষ দত্ত আরও জানান, আটকের পর ৪ বাংলাদেশী পুলিশের কাছে বলেছে করোনা সংকটের কারণে তাদের কোন কাজ কর্ম নেই। তারা না খেয়ে পথে বসেছে। তাই কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কৈলাশহর প্রবেশ করেছিল।

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক সম্পর্কে মঙ্গলবার (২০ এপ্রিল) শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্নেল মাহবুবুল ইসলাম বলেন, তিনি চুড়ান্তভাবে খোঁজ নিয়ে জেনেছেন বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়নের অন্তভুক্ত সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেনি। আর যেহেতু ৪ বাংলাদেশী ত্রিপুরার কৈলাশহরে অবৈধ অনুপ্রবেশ করে ধরা পড়েছে শুনা যায় সেহেতু সে দেশের আইনে পুলিশ মামলা দিয়ে পরবর্তী ব্যবস্থা নিবে। মামলা শেষে আটকদের বাংলাদেশে ফেরৎ পাঠানোর সময় ভারতীয় কর্তপক্ষ বিজিবির সাথে যোগাযোগ করলে বিজিবি সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

Post a Comment

Previous Post Next Post