জুড়ীতে বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে ঝড় বৃষ্টি ছাড়া হঠাৎ বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হলো জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান এলাকার শ্যামল ভুমিজের তের বছরের মেয়ে ললিতা ভূমিজ ও একই বাগানের নন্দ ভুমিজের শাতাশ বছরের পুত্র রমণ ভূমিজ।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, ২৮ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ঝড়-বৃষ্টি ছাড়া ব্রজপাত হয়। এ সময় তারা দু‘জন ঘরের বাহিরে বারান্দায় ছিলেন। ব্রজপাত ঘটার সাথে সাথেই তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে।

স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের লাশের শেষকৃত্য সম্পন্ন হবে।

Post a Comment

Previous Post Next Post