নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে গলায় ফাঁস দিয়ে পূরবী রানী দাস (১৮) নামে একাদ্শ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পূরবী ওই গ্রামের সাবেক প্রধান শিক্ষক রাজকুমার দাশের মেয়ে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে পূরবী রানী দাস (১৮) পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস জানান, কি কারণে আত্মহত্যা করেছে এখনও পরিবারের সদস্যরা বলতে পারছেন না। সে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে একাদ্শ শ্রেণীতে লেখাপড়া করতো।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানার জন্য তদন্ত চলছে।’