কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কৌলা এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ১শ’ পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে তার কৌলাস্থ দোকান থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়।

র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি বসু দত্তের নেতৃত্বে কুলাউড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৌলা এলাকায় আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারির দোকান থেকে ২ কেজি গাঁজা ও ১শত পিস ইয়াবাসহ আনোয়ারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অ্যাডিশনাল এসপি বসু দত্ত গনমাধ্যমকে বলেন, গাঁজা ও ইয়াবাসহ আটক আনোয়ারের বিরুদ্ধে মামলা করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post