নিউজ ডেস্কঃ কুলাউড়ায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে কুলাউড়া থানার সামনে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে পুলিশ। এ সময় যারা মাস্ক ছাড়া বের হয়েছে তাদেরকে ১০ মিনিট রোদে দাঁড় করে রাখা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে যারা শহরে মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে ১০ মিনিট দাঁড় করে রেখে ছেড়ে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আজ প্রায় ৫০ জনকে এ শাস্তির আওতায় আনা হয়। এ অভিযান অব্যাহত থাকবে ।
অভিযানে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।