নিউজ ডেস্কঃ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুলাউড়া হাসপাতালে বৃহস্পতিবার ২২ এপ্রিল এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় কুলাউড়া উপজেলায় সপ্তাহব্যাপী পুষ্টি কার্যক্রমের গৃহিত কর্মসূচি অবহিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন।
তিনি জানান ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে ১ম দিন বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে পুষ্টি নিয়ে আলোচনা, দোয়া ও প্রার্থনা, ২য় দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কিশোর-কিশোরী, গর্ভবতী মা-দের নিয়ে পুষ্টি বিষয়ক অবহিতকরন, ৩য় দিন বীর মুক্তিযোদ্ধা ও ৬০ উর্দ্ধো বয়সীদের মেডিকেল চেকআপ ও ডায়বেটিস পরীক্ষাসহ চিকিৎসা প্রদান, ৪র্থ দিন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা, ৫ম দিন এতিমখানায় পুষ্টি সমৃদ্ধ খাবার পরিবেশন, ৬ষ্ট দিন গুচ্ছগ্রামের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাবার পরিবেশন ও ৭ম দিন সমাপনী অনুষ্টান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার পুষ্টি সপ্তাহ স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সকলের সমন্বয়ে বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।