নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার ৮নংওয়ার্ডের বাদে মনসুর এলাকায় বিভিন্ন সময় দোকান ও বাসা বাড়িতে রাতের আধারে চুরি সংগঠিত হওয়ায় এবং এলাকার একটি চা স্টল কুদরত ভেরাইটিজ স্টাের নামে একটি দোকানে প্রতিদিন বসে আইপিএল খেলা কে কেন্দ্র করে জুয়ার আড্ডা, সেই আড্ডাকে লন্ডভন্ড করে দিলেন কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল।
২৫ এপ্রিল রবিবার রাত ১১টায় এলাকার প্রায় শতাধিক যুবক ও মুরব্বিদের নিয়ে জুয়াখোরদের আস্তানায় গিয়ে জুয়া নির্মূলে তাদের পরিবারের অভিভাবকদের অভিযোগ দিয়ে আসেন কাউন্সিলর। অন্যতায় তাদের আইনের আওতায় তুলে দিবেন বলে ঘোষনা দেন কাউন্সিলর ও এলাকাবাসী।
কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল জানান এই এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে আমি কাজ করছি ইনশাআল্লাহ এলাকার জনগণের যে ভালোবাসা আমি পাচ্ছি এতে করে আমি আমার এলাকে সন্ত্রাস, চুরি, জোয়াখোর মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।