কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’।
সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে (প্যাকেটে ২কেজি চাল, ১কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, আধা কেজি চিনি, আধা কেজি চানা, ১প্যাকেট সেমাই) বিতরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সংগঠনের সদস্যরা এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সজীব দেবরায়, সহ-সভাপতি শাহ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ চৌধুরী, সদস্য রেদওয়ান অর রশীদ ভূঁইয়া, বিলাত আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ বলেন, করোনার ২য় ঢেউয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে কাজ হারিয়ে চরম বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্নআয়ের মানুষজন। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। কমলগঞ্জের কর্মহীন এসব অসহায় ও হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সাধ্যমত পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে। দেশের এই সংকটাপন্ন পরিস্থিতিতে অসহায়দের পাশে উচ্চবিত্তদের এগিয়ে আসার আহবান জানান তিনি।