ছাতক থেকে গাড়িসহ শিশু উধাও, সিলেট থেকে উদ্ধার



নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক থেকে মাইক্রোবাসহ হারিয়ে যাওয়া এক শিশুকে নগরের দক্ষিণ সুরমার কদমতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশু নিঁখোজের ৫ ঘণ্টার মধ্যে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির সাথে মাইক্রোবাসও উদ্ধার করেছে পুলিশ। এসময় গাড়ির চালককেও আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম হালিমা। সে উপজেলার গোবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে কদমতলী এলাকায় গাড়ি ফেলে রেখে দুর্বৃত্তরা শিশুকে নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে শিশুটিকে পাওয়া যায় এক ব্যক্তির কাছে। তিনিই গাড়িটি চালিয়ে নিয়ে আসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটক করা হয়েছে।

গাড়ি ছিনতাই না শিশুকে অপহরণের উদ্দেশ্য তার ছিল, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে জানান ওসি।

জানা যায়, সোমবার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে পাঁচ বছরের শিশু ভেতরে থাকা অবস্থায় উধাও হয়ে যায় একটি গাড়ি।

শিশুর বাবা মিজানুর বলেন, গাড়িটি তার। প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে সকালে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যান। মেয়ে ঘুমিয়ে পড়ায় তাকে গাড়িতে রেখেই পাশের একটি মিষ্টির দোকানে যান স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখেন গাড়িটি নেই। মেয়েকেও কোথাও খুঁজে পাওয়া যায়নি।


Post a Comment

Previous Post Next Post