নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ২শ’ মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেওয়া হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের সম্মুখে উপজেলা প্রশাসন আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যববসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, সিলেটভিউয়ের প্রতিনিধি শাকির আহমদ, সিলেটভয়েসের প্রতিনিধি এনামুল আলম, দৈনিক অধিকারের প্রতিনিধি এস আর অনি চৌধুরী প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, গণপরিবহন চালক, অটোরিক্সা চালক, নর সুন্দর, ভ্রাম্যমাণ হকার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ লকাডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি ২’শ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে জনপ্রতি ১ হাজার ৮’শ টাকা মূল্যের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।