নিউজ ডেস্কঃ কুলাউড়ায় অসহায় দুই পরিবারের মধ্যে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণে স্থানীয় শাহ্ সৈয়দ রাশীদ আলী (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের রশিম মিয়া ও কাদিপুর ইউনিয়নের সুজেল মিয়াকে এক ব্যান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।
এসময় ফাউন্ডে শনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মছব্বির আলী, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি সংবাদকর্মী রুবেল বক্স পাবেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব সৈয়দ জুবায়ের আলীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর যৌথ অর্থায়নে এই ঢেউটিন প্রদান করা হয়।