স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে কঠোর লকডাউনে প্রথম দিন ১৪ এপ্রিল বুধবার যানবাহন অনেকটা চলাচল কম করতে দেখা গেছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কাটার ঘর থেকে বের হওয়া অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক পরিধানা না করে ও শারিরিক দূরত্ব বজায় না রেখেই কেনা কাটা করতে দেখা যায়। পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকিয়ে চলাচলের কারণ যানতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যন্য দোকান বন্ধ রয়েছে।