নিউজ ডেস্কঃ দেশব্যাপী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের অংশ হিসেবে কুলাউড়ায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন।
কুলাউড়ায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৩টার পর দোকান খোলা রাখায় ৬টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে করোনাকালীন সময়ে বিকাল ৩টার পর দোকান খোলা রাখায় পৌর শহরের আউটার এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ৩টার পর দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে এ জরিমানা করা হয়েছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানান।