বাংলাদেশ-নেপাল দ্বিতীয় ম্যাচ ড্র, সিরিজ বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। রিয়াদুল হাসানের জায়গায় ইয়াসিন খান ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা খেলেন আনিসুর রহমান জিকোর জায়গায়। অন্যদিকে পাঁচটি পরিবর্তন এনে একাদশ সাজায় নেপাল।

ম্যাচে নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, সুমন রেজারা একাধিক সুযোগ তৈরি করেছেন প্রথমার্ধে। কিন্তু ফিনিশিং দুর্বলতায় আসল কাজ গোলটাই হয়নি। দ্বিতীয়ার্ধে মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদরা মাঠে নেমেও খেলার ভাগ্য বদলাতে পারেননি।

অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে গেছে নেপাল। সেট পিচ থেকেও ভালো কিছু সুযোগ তৈরি করেছে। তুলনায় বাংলাদেশের আক্রমণে ধার বেশি থাকলেও গোল না পাওয়ার জন্য ভাগ্যকেও দুষতে পারে নেপাল।

বাংলাদেশ একাদশ:
আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা (বিপলু আহমেদ) , ইব্রাহিম (সোহেল রানা), সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন ও সুমন রেজা (মাহবুবুর রহমান সুফিল)।

Post a Comment

Previous Post Next Post