বাংলাদেশ সফরে একটি টেস্ট কম খেলতে পারে উইন্ডিজ


স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে বাংলাদেশ সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি ২০ ম্যাচ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে একটি টেস্ট কম খেলা হতে পারে।

অতিথিরা এমন অনুরোধ করেছে। মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এই তথ্য দিয়ে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ আগেভাগে সফর শেষ করতে চায়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই খবর দিয়েছে।

ক্রিকবাজকে আকরাম খান বলেছেন, ‘সিরিজ সংক্ষিপ্ত করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটি টেস্ট কম খেলা হতে পারে। তবে সফর হচ্ছে, এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ৭ জানুয়ারি আসতে পারে। জৈবনিরাপত্তা নিয়ে আমরা কথা বলছি। সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। অতিথিরা কতদিন কোয়ারেন্টিনে থাকবে, এ নিয়েও আলোচনা হচ্ছে।’

খালি পায়ে স্মিথদের প্রতিবাদ

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। এই আন্দোলনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছিল হাঁটু গেঁড়ে প্রতিবাদ, যা দেখা গেছে ক্রীড়াঙ্গনেও। ব্যতিক্রম ছিল শুধু অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় হাঁটু গেঁড়ে প্রতিবাদে শামিল না হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল তারা।

কোচ জাস্টিন ল্যাঙ্গার তখন বলেছিলেন, বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে ও বার্তা দিতে ভিন্ন কোনো উপায় খুঁজছে তার দল। সেই উপায় অবশেষে খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া।

স্মিথ, ওয়ার্নাররা প্রতিবাদ জানাবেন খালি পায়ে। এখন থেকে প্রতিটি আন্তর্জাতিক সিরিজের আগে দলের সবাই খালি পায়ে মাঠে নেমে একটি বৃত্ত তৈরি করে বর্ণবাদবিরোধী বার্তা দেবেন। এর মাধ্যমে তারা নিজেদের আদিবাসী সংস্কৃতিকেও শ্রদ্ধা জানাবেন। 


Post a Comment

Previous Post Next Post