কুলাউড়া রক্তদান সংগঠনে’র আত্মপ্রকাশ


 

 

বিশেষ প্রতিনিধিঃ ‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছ্বায় রক্তদাতাদের নিয়ে কুলাউড়া রক্তদান সংগঠনের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইমরান হোসেন সিয়ামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. সুজন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লংলা আধুুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান চন্দন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া ওয়েলফোয়র এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন তফাদার, সংগঠক সফিক মিয়া আফিয়ান, সংগঠক আতাউর রহমান আতা। এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে হাফিজ মাওলানা অলিউর রহমান হুমায়ূনকে সভাপতি এবং মো.ইকবাল হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মো. রফিকুল রফিকুল ইসলাম মামুন, এইচ ডি রুবেল, মো. মোর্শেদ আলম, মো. নজরুল ইসলাম, মো. আব্দুর রশীদ, সহ সাধারণ সম্পাদক মো. সুজন আহমদ, মো. হুমায়ূন কবির শাহান, মো. মহিউদ্দিন শিপু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মো. আব্দুল কাইয়ূম, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম ইকবাল চৌধুরী, ইমরান উদ্দিন শিপলু, মো. হাসান আহমদ, কোষাধ্যক্ষ মো. মোস্তফা কামাল, সহ কোষাধ্যক্ষ মো. হোসাইন আহমদ দাইয়ান, দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এবাদুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া হুসাইন রিমা, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাদিয়া আক্তার, সদস্য মো. ইয়াহিয়া আহমদ, মো. আব্দুস সামাদ, সায়েদুল ইসলাম সাগর, সিপন আহমদ, জুনেদ আহমদ, আজিজুল ইসলাম সুলেমান, মো. আনোয়ার হোসাইন, মো. আবু বকর নয়ন, হাফিজ জুনাব আলী, সুজন দাস গুপ্ত।

 

 

Post a Comment

Previous Post Next Post