বন্দরবাজার জুয়ার আসরে পুলিশের হানা, আটক ২




অনলাইন ডেস্কঃ সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোয়া ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাহপরান থানার খাদিমনগর এলাকার বাসিন্দা মৃত নঈম উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন ওরফে ডালিম(৪৫)ও মিরাবাজার এলাকার বাসিন্দা কিতাব আলীর ছেলে কালাম হোসেন (৩৫)।
একই দিন নগরীর চালিবন্দর এলাকায়ও অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে শাহীন আহমদ ওরফে সানি (৩০), মো. সুমন মিয়া(২২) ও মামুন আহমদ (২০) নামের আরো তিনজনকে আটক করা হয়েছিল।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা জানান, স্থানীয় লোকজনের সহায়তায় চালিবন্দর ও বন্দরবাজার এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে শিলং তীর নামক জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

 

 

Post a Comment

Previous Post Next Post