বিশেষ প্রতিনিধিঃ বড়লেখায় হাকালুকি হাওরের কঠালি বিলে ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ভোলারকান্দি যুবসমাজ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় তালিমপুর বাইচ দলকে হারিয়ে ভোলারকান্দি বাইচ দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার চারটি নৌকা বাইচ দল অংশ নেয়।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি মোক্তার আলীর সভাপতিত্বে ও সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মইন উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বড়লেখা ক্রিকেট প্লেয়ার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি সালেহ আহমদ জুয়েল, ভোলারকান্দি যুবসমাজের সভাপতি সোহাগ উদ্দিন, বিজয়ী স্বাধীনবাংলা নৌকাবাইচ দলের অধিনায়ক ছায়েদ আহমদ, রানার্সআপ বাইচ দলের সভাপতি একরাম উদ্দিন প্রমুখ।