ইউক্রেনে বিমান বিধ্বস্ত, নিহত ২২


 


আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছে। এ বিমানটিতে সব মিলিয়ে ২৮ জন ছিলো বলে জানিয়েছে জরুরি ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও অবধি ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

এদিকে এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে নিতদের পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

‘ইউক্রেন নাও’ চ্যানেলের তথ্যানুসারে, খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে বিমানটি চলছিলো। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

সর্বশেষ স্থানীয় তথ্যনুসারে দুর্ঘটনায় যে ২২ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে ২০ জন সেখানেই মারা যান। বাকি দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মৃত্যুবরণ করেন। ওই দুইজনের দেহের অন্তত ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা জীবিত রয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করা হয়েছে।

একইসাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

 

 

Post a Comment

Previous Post Next Post