অনলাইন ডেস্কঃ ভূমধ্যসাগরের লিবিয়ার অংশে অভিবাসীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। খবর ডেইলি সাবাহ, ভেটিক্যান নিউজ ও মিডেল ইস্ট মনিটর’র।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার কোস্ট গার্ডের বরাতে জানিয়েছে, ১১৯ জন অভিবাসী ইউরোপে পাড়ি জমানো জন্য নৌকায় যাত্রা করেছিলেন। নৌকাটি সাগরে ডুবে যাওয়ার পর বৃহস্পতিবার ভোরে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মিশর, সিরিয়া, সোমালিয়া ও বাংলাদেশের নাগরিকরা রয়েছেন।
১৩ জনের যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
লিবিয়ার শাসক মুয়াম্মার আল গাদ্দাফির সময়কাল থেকেই অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য এই রুটকে ব্যবহার করে আসছিলেন অভিবাসীরা। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার অভিবাসী নৌপথে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মারা যান বলে জানিয়েছে জাতিসংঘ। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির নৌবাহিনী ১৯টি নৌকা সাগর থেকে আটক করে উপকূলে নিয়ে আসে। এসবে যাত্রী সংখ্যা ছিল ২৪৬ জন।