লিগে জুভেন্টাসের শুভসূচনা


 

স্পোর্টস ডেস্ক: সিরি আয় শুভসূচনা করেছে জুভেন্টাস। সাম্পদোরিয়ার বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে আন্দ্রেয়া পিরলোর দল। তুরিনের ক্লাবটির পক্ষে গোল করেছেন দেইয়ান কুলুসেভসকি, লিওনার্দো বোনুচ্চি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোল করেন কুলুসেভসকি। ২০ বছর বয়েসি সুইডিশ এ মিডফিল্ডারের জুভেন্টাসের জার্সিতে এটাই প্রথম গোল।

৭৮তম মিনিটে দ্বিতীয় গোল পায় জুভেন্টাস। কর্নার থেকে পাওয়া বল জালে পাঠান বোনুচ্চি।

৮৮তম মিনিটে গোলের দেখা পান রোনালদো। র‌্যামজির পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে দলের বড় জয় নিশ্চিত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

Post a Comment

Previous Post Next Post