করোনার পর আবার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস



অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে কয়েকমাস বন্ধ থাকার পর ভিসা নবায়নের আবেদন নেওয়া শুরু করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ছিলেন ও পুনরায় লেখাপড়ায় ফিরে যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েক ধরনের নন-ইমিগ্রান্টদের ভিসা নবায়নের আবেদন করতে পারছেন। সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে এসব আবেদন নেওয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস সাক্ষাৎকার অব্যাহতির নবায়নের জন্য যোগ্য এফ, জে, এম, ও, কিউ, সি ও সি১/ডি ভিসার আবেদনগুলো ভিসার জন্য প্রক্রিয়া করবে। সাক্ষাৎকার ছাড়া ভিসা নবায়নের যোগ্যতা অর্জনের জন্য আবেদনটি অবশ্যই পুরনো ভিসার একই শ্রেণিভুক্ত হতে হবে এবং এই আবেদন পুরনো ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৪ মাসের মধ্যে হতে হবে।

দূতাবাস আবেদন পাওয়ার পরে কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারিত করবে যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন আছে কি না। যাদের সাক্ষাৎকারের প্রয়োজন হবে, তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাৎকারের জন্য সময় নিতে পারবেন।



Post a Comment

Previous Post Next Post