স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দু-জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধতা ঘোষনা করা হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর বৈধ ঘোষণা করেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন।
জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান এবং আওয়ামীলীগ থেকে মনোনয়ন না স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ব্রিটিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি)।
প্রত্যাহার, চুড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্ধ ৩ অক্টোবর এবং ভোট গ্রহন ২০ অক্টোবর মোট ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।
মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৪ জন ভোটার রয়েছেন।
উল্লেখ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনিতিবিদ আজিজুর রহমান গত ১৮ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ মৃত্যুবরণ করেন। এর পর জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়।