কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


 

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত বাবলু। ২০১৯-২০ অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোঃ মইনুল ইসলাম শামীম। রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী ময়নুল হক বকুল, সফিক মিয়া আফিয়ান, আমিনুল ইসলাম, দিলীপ ঘোষ, খোকন রানা, আব্দুল মুনিম ডেনি প্রমুখ। সভায় শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব গৃহীত হয়।




 

সভায় বর্তমান কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমিতির কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সমিতির ধারাবাহিকতা রক্ষা ও সমিতি পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে বলে সদস্যগণ অভিমত প্রকাশ করে স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন আয়োজনের জন্য কার্যকরী কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সে লক্ষে কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য তালিকা প্রনয়ন ও সদস্য পরিচয়পত্র প্রদানের কাজ সম্পাদন করবেন।

সভায় কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও মাওলানা আব্দুল ওয়াহিদ, যুগ্মসম্পাদক আব্দুল মুহিত বাবলু ও আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ ভুইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সম্পাদক এম হাজির আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক মোঃ গউছ মিয়া, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ওয়ার্ড সদস্য এইচডি রুবেল, রিংকু বর্ধন, অশোক চন্দ, ইমন মিয়া, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, শেখ আছকর আলী, আব্দুল মান্নান, হায়দর আলী, এনামুল হক, নজরুল ইসলাম সোনাসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহন করেন।

 

 

Post a Comment

Previous Post Next Post