মৌলভীবাজার সদর উপজেলায় বিট পুলিশং সভা অনুষ্ঠিত


 

স্টাফ রিপোর্টার: পুলিশ ও জনগনের দুরত্ব কমানোর লক্ষ্যে মৌলভীবাজারের পুলিশ সুপার সার্বিক নির্দেশনায় সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন অডিটরিয়ামে বিট পুলিশিং নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমেদ এর সভাপতিত্বে উক্ত সম্প্রসারিত বিট পুলিশিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, বিট অফিসার এসআই মোঃ আজিজুর রহমান নাঈম, ইউপি আওয়ামীলীগ সভাপতি আপ্পান আলী, কমিউনিটি পুলিশিং সেক্রেটারী জোসেফ আহমেদ,কামালপুর বাজার কমিটির সভাপতি সহ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,কর্মকর্তা,কর্মচারী, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।

সভা চলাকালে অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য বক্তব্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ করেন। কোন ভাবেই কোন টাউট বাটপার, দালাল ও স্বার্থান্বেসি কারও প্ররোচনায় যেন কেউ না পড়ে সেই বিষয়ে সকল জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

Post a Comment

Previous Post Next Post