সিলেট বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময়

 


 

কমলগঞ্জ প্রতিনিধিঃ  তৃণমুল যুবদলকে সু-সংগঠিত করার লক্ষে মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  অলী আহমেদ খাঁনে বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) আনছার উদ্দিন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় বিশেষ দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার ও বিশেষ অতিথি সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
প্রধান অতিথির বক্ত্যব্যে আনছার উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা ও পৌর  যুবদলকে শক্তিশালী করতে কমিটি গঠন করা হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দিপু সরকার ও জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে আগামী আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হবে। যাদেরকে নিয়ে কমিটি দেওয়া হবে, তারাই আগামীদিন দেশ ও নেত্রীর মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। মতবিনিময় সভার  দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার
 মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা আক্তার, ১ম যুগ্ম-সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, যুগ্ম  সাধারণ-সম্পাদক সিরাজুল ইসলাম পিরন,  সহ-সাধারণ নজরুল ইসলাম, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ,সাহান পারভেজ সিপন, আমীর মাহমুদ,গোলাম রব্বানী তৈমুর, শাহজাহান আহমদ, রায়হান আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুমেল আহমদ, সহ-সাহিত্য দেলোয়ার হোসেন দিলু, শ্রমবিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি মৌলভীবাজার পৌর যুবদল নেতা জাহেদ আহমদ। এ সময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন কমলগঞ্জ  পৌর যুবদলের সাবেক আহব্বায়ক সৈয়দ জামাল হোসেন,সাবেক (ভারপ্রাপ্ত) সদস্য সচিব  নোমান আহমেদ, সাবেক উপজেলা  যুবদলের যুগ্ম আহব্বায়ক মুহিবুল ইসলাম বাবুল,হারুনুর রসিদ,মোস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু, হেলাল আহমদ চৌধুরী,আব্দুল আহাদ, মুজিবুর রহমান শ্যামল, আহমেদ, অশ্রু আহমেদ, রাজন আহমেদসহ স্হানীয় নেতৃবৃন্দ।

 

 

Post a Comment

Previous Post Next Post