বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিমার আলী, ফৈয়াজ আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের মৃত্যুতে ২১ সেপ্টেম্বর সোমবার পৌরসভা মিলনায়তনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌর পরিষদ এর আয়োজন করেছে। দোয়া পরিচালনা করেন মাওলানা মনোয়ার হোসেন।
পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রয়াত নিমার আলীর ভাতিজা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রয়াত ফৈয়াজ আলীর ভাতিজা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার আব্দুল মতিন, সাবেক কাউন্সিলার শামীম আহমদ প্রমুখ।