বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বাড়ির পাশে পানিতে পড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে। জানা যায়, সোমবার ২১ সেপ্টেম্বর দুপুর ১টার সময় উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের প্রবাসী লকুছ মিয়ার মেয়ে জারা ফেরদৌসী (৩) বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়।
শিশুর চাচা শাওন আহমদ বলেন,সবার অজান্তেই সে ঘরের বাহিরে যায়, কিছুক্ষণ পর তার লাশ পানিতে দেখা যায়। বাদ আছর তার দাফন সম্পন্ন হয়েছে। জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।