বড়লেখায় ৭০জন অসচ্ছল ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা

 


 

অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নম্বর নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর (দক্ষিণ) গ্রামের ৭০জন অসচ্ছল ব্যক্তিকে ৫ শত টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দৌলতপুর (দক্ষিণ) গ্রামের যুব সমাজের উদ্যোগে এ অর্থ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) সকাল ১১টায় বিতরণ উপলক্ষে স্থানীয় দক্ষিণ দৌলতপুর পাঞ্জেগানা মসজিদের সামনে সভায় সভাপতিত্ব করেন এলাকার যুব সমাজের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুর।

যুব সমাজের যুগ্ম-আহবায়ক জামিল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দৌলতপুর গ্রামের মুরুব্বি ফারুক আহমেদ, মাসুক আহমদ, লন্ডন প্রবাসী হাজী মজির উদ্দিন মনু, মতছিন আলী, হাজী আজির উদ্দীন, সামছ উদ্দীন চুনু, তাজ উদ্দীন, আলমাছ আলী, দোয়াদ আলী, আব্দুশ শুকুর, হারুনুর রশিদ, সিরাজ উদ্দীন, ছায়াদ আলী, আলতাফ হোসেন, ইন্দ্র মোহন বিশ্বাস, বিরেন্দ্র বিশ্বাস, কাতার প্রবাসী জাবের আহমদ, জামিল আহমদ, কামরুল ইসলাম, সামছুদ্দোহা মঞ্জু, মারজান আহমদ, আব্দুল্লাহ, আমির আলী প্রমুখ।

দক্ষিণ দৌলতপুর যুব সমাজের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুর জানান, অতীতের ন্যায় এলাকার অসচ্ছল মানুষের পাশে আমরা সব সময় থাকব। নগদ অর্থ , খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে আমাদের এলাকার যুব সমাজ কাজ করে যাবে।

 

Post a Comment

Previous Post Next Post