মনোনয়ন পেয়ে হাজী সেলিমের ডিজে নৃত্য ভাইরাল (ভিডিও)


অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ থেকে ঢাকা-৭ আসনে মনোনয়ন পাওয়ার পর বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের ডিজে নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নের চিঠি সংগ্রহ করেন। তবে অসুস্থ থাকায় তার মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

দলীয় মনোনয়ন পাওয়ার পরই একটি ঘরোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে উল্লাস প্রকাশ করেন হাজী সেলিম। এ সময় গানের তালে হাজী সেলিমকে নাচতে দেখা যায়। ওই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

উল্লেখ্য, ঢাকা-৭ আসনেও দুজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হওয়ায় তার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতকেও মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
 

Post a Comment

Previous Post Next Post