বিএনপির মনোনয়ন পেলেন বেবী নাজনী‌ন ও কনকচাঁপা


অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ ও বিএনপিসহ বেশকিছু দল থেকে এবার একাধিক তারকা মনোনয়নপত্র কিনেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন তারা। এরই মধ্যে আওয়ামী লীগ থেকে চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ, অভিনেতা আসাদুজ্জামান নূর, ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মর্তুজা মনোনয়ন পেয়েছেন। রোববার এই তারকাদের নাম ঘোষণা করে সরকারদলীয় আওয়ামী লীগ।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষিত হয়েছে। এদিন দুপুর থেকেই রংপুর বিভাগ দিয়ে শুরু হয়েছে নাম ঘোষণার কার্যক্রম। মনোনয়ন পাওয়াদের তালিকায় নিজেদের নাম শোনার অপেক্ষায় ছিলেন চার তারকা। তারা হলেন- চিত্রনায়ক হেলাল খান ও তিন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান এবং বেবী নাজনীন।

এর মধ্যে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকে এলাকার মানুষ আমাকে শুভেচ্ছা পেয়েছি। আমি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকেই চেয়েছি এবং পেয়েছি। মনোনয়ন পেলাম এবার বিজয়ের পালা।’

আরেক তারকা বেবী নাজনীনও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন তিনি।। এই গায়িকা বলেন, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়িও হবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’

ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপ্রার্থী কণ্ঠশিল্পী মনির খান। এখনো ঝিনাইদাহ-৩ আসনের কারো নাম ঘোষণা করা হয়নি। মনোনয়নের অপেক্ষায় প্রহর গুনছেন চিত্রনায়ক হেলাল খান। তিনি সিলেট-৬ বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

তিনি বলেন, ‘মনোনয়ন যারা পেয়েছে তাদের নাম ঘোষণা কেবল শুরু হয়েছে। আমার নাম জানতে জানতে পারিনি এখনো। তবে আমি মনোনয়ন পাবো বলেই আশা করছি।’

Post a Comment

Previous Post Next Post