আমেরিকা যাওয়ার পথে বাংলাদেশি তরুণের মৃত্যু

আমেরিকা যাওয়ার পথে বাংলাদেশি তরুণের মৃত্যু
অনলাইন ডেস্কঃ আমেরিকা যাওয়ার পথে নৌকাডুবিতে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরমান শেখ (২২) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার জানান, আরমান শেখ সোমবার রাতে তার ভগ্নিপতি শাহেদ কামাল সুজনসহ ব্রাজিল থেকে পানামা খাল দিয়ে নৌকাযোগে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। রাতের কোনো এক সময় তাদের নৌকা ডুবে গেলে আরমান শেখ স্রোতের মধ্যে পড়ে ডুবে যান। পরে স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। তার ভগ্নিপতি শাহেদ কামাল সুজন পুলিশ হেফাজতে রয়েছেন।

শাহেদ কামাল সুজনের কাছ থেকে বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

আরমান ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। চার মাস আগে ভগ্নিপতি শাহেদ কামাল সুজনের সঙ্গে তিনি ব্রাজিলে যান। তার পিতা এনামুল হক দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। বর্তমানে তিনি দেশে বসবাস করছেন।

Post a Comment

Previous Post Next Post