চার পা, দুই পুরুষাঙ্গের শিশুটির সফল অস্ত্রোপচার

চার পা, দুই পুরুষাঙ্গের শিশুটির সফল অস্ত্রোপচার
অনলাইন ডেস্কঃ চার পা, দুটি পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিয়েছিল শিশুটি। গত ২১ জানুয়ারি ভারতীয় কর্নাটক রাজ্যের পুলাদিন্নি গ্রামে সরকার পরিচালিত গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির জন্ম হয়। চিকিৎসকদের মতে এটি একটি বিরল ঘটনা। তবে সফল অস্ত্রপচার শেষে শিশুটি এখন বাড়িতে ফিরতে পারবে। ব্যাঙ্গালুরুর নারায়ণ হেলথ সিটির চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন।

শারীরিক সমস্যাটির নাম পলিমেলিয়া- একটি বিশেষ ধরনের জন্মবিকৃতি, যার ফলে শরীরে অতিরিক্ত অঙ্গ কিংবা প্রত্যঙ্গ নিয়ে শিশুর জন্ম হয়।

কোন জটিলতা ছাড়াই শিশুটির জন্ম হয়। কিন্তু অতিরিক্ত অঙ্গগুলো দেখে চিকিৎসকরা শিশুটিকে দ্রুত মেডিকেল কেয়ারের আওতায় নিয়ে নেন। সেখান থেকে ২০০ মাইল দূরে নারায়ন হেলথ সিটিতে পাঠানো হয় তাকে। তবে এই দীর্ঘ যাত্রায় তিন দিনের শিশুটির শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। পরে তাকে অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখেন চিকিৎসকরা। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে অস্ত্রোপচার করে অতিরিক্ত অঙ্গগুলো অপসারণ করা হয়। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি।

Post a Comment

Previous Post Next Post