বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সে বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক: আইসিসি’র বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে উঠলো বাংলাদেশ নারী দল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের বাছাই পর্বে দুই গ্রুপের সকল ম্যাচ শেষে সুপার সিক্সের লাইন-আপ ঘোষণা করে আইসিসি।

ভারত, শ্রীলংকা ও আয়ারল্যান্ড ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে। আর ‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ।

এবারের আসরের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে ছিলো বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তান মহিলা দলের কাছে ৬৭ রানে হেরে যায় তারা।

এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরে বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও ৬ উইকেটের পরাজয় মেনে নিতে হয়।

সুপার সিক্সের লড়াইয়ে শীর্ষ ৪ এ থাকতে পারলেই পরের ওয়ানডে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।

Post a Comment

Previous Post Next Post