মরহুম আব্দুল বারীর মৃত্যুতে কমলগঞ্জ অনলাইন প্রেস ক্নাবের শোক সভা

মরহুম আব্দুল বারীর মৃত্যুতে কমলগঞ্জ অনলাইন প্রেস ক্নাবের শোক সভা
হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ: রবিবার কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মরহুম আব্দুল বারীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল বারী স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন। নিজ আয়ের অংশ হতে বিভিন্ন প্রতিষ্টানে টাকা পয়সা দিয়ে সহযোগীতা করেছেন।বক্তারা আরো বলেন, আব্দুল বাড়ীর কাছে সবাই ছিলেন সমান, সকল শ্রেণীর মানুষের কথা তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন।

গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) অনলাইন প্রেস ক্লাবের শমশেরনগর অস্থায়ী কার্যালয়ে এবি সি বিল্ডিংয়ের উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এস,এ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের সাহেবের পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সেবক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল, ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর, কমলগঞ্জ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো:মনির হোসেন, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাজী আলহাজ্ব মাও:খলিলুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বাছিত খান, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক হিফজুর রহমান তুহিন, দৈনিক নতুনদিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন,কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক আলাল আহমদ রিপন. যুবলীগ নেতা মুহিত ইফতেখার প্রমুখ।

উল্লেখ, গত ১৪ ডিসেম্বর মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

Post a Comment

Previous Post Next Post