অনলাইন ডেস্কঃ মাগুরার শালিখা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের সীমাখালি বাজারের ব্রিজটি ভেঙে পড়েছে। সোমবার সকাল ১১টার দিকে দু'টি পাথরবোঝাই ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিয়ে প্রায় ২৫ ফিট নিচে নদীতে ভেঙে পড়ে ৫০ মিটার লম্বা এ ব্রিজটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবোঝাই দু'টি ট্রাক ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকের দুই জন ড্রাইভার ও এক সাইকেলআরোহী আহত হন। দ্রুত তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় কোন যাত্রীবাহী বাস সেখানে না থাকায় জানমালের বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে তারা জানান।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত পাথর বোঝাই দু'টি ট্রাক ব্রিজের মাঝামাঝি আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ায় ব্রিজটি ধসে পড়ে। সে সময় গাড়ির মধ্যে থাকা দুইজন ও এক সাইকেল আরোহী আহত হয়। তাদেরকে তাৎক্ষনিক যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে মাগুরা-যশোর মহাসড়ক বন্ধ রয়েছে। এ রুটের যানবাহন ঝিনাইদহ হয়ে যশোর, খুলনার দিকে যাতায়াত করছে। যানবাহন তিনটি উদ্ধারের চেষ্টা চলছে।