স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে মামলার তদন্তকার্য ও পরোয়ানা তামিলে আরো বেগবান হতে এবং এর প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারী সকালে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্সের উদ্বোধন করেন মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, আইনজীবি ও বন বিভাগের প্রতিনিধিবৃন্দ।
কনফারেন্সে পরোয়ানা জারির ক্ষেত্রে আরো তৎপর হওয়া ও দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল এবং সাক্ষি হাজিরের ক্ষেত্রে আরো যতœবান হওয়ার আহ্বায়ন জানানো হয়।