এস আলম সুমন/ এ কে এম জাবের: মৌলভীবাজারের কুলাউড়ায় লোকালয়ে এসে পড়েছে মুখপোড়া হনুমানের (Capped Langur) একটি দল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের ডালে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একসাথে ৪টি হনুমানকে অবস্থান করতে দেখা গেছে। এ সময় লোকালয়ে হনুমানের উপস্থিতি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, যেভাবে এগুলো এক গাছ থেকে অন্য গাছের ডালে ছুটোছুটি করছে তাতে করে পাশে থাকা ৩২ কেভি ও ১১ কেভির বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যেতে পারে হনুমানগুলো।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ বশির আহমদ জানান, মুখপোড়া হনুমানরা মূলত জঙ্গলে থাকে। এরা লোকালয়ে তেমন আসেনা। খাদ্যের অভাবে অথবা তাড়া খেয়ে পথ ভুলে হয়তো লোকালয়ে চলে আসছে এ চারটি হনুমান। আজকালের মধ্যে হয়তো এই স্থান ত্যাগ করবে। ছুটোছুটির সময় পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে যেকোন দুর্ঘটনা ঘটতে পারে হনুমানদের। তিনি আরও বলেন, যে হারে বন উজাড় হচ্ছে তাতে করে বন্যপ্রাণীগুলো বাসস্থান ও খাদ্যের অভাবে ঝুঁকির মুখে পড়ছে।